টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল দিয়ে মাছ ধরায় আটক ৮

আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৮:৪৩:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৮:৪৩:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরার অভিযোগে ৮ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শ্রীপুর উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন স্থানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক। গোপন সংবাদের ভিত্তিতে আনসার সদস্যদের নিয়ে পরিচালিত এ অভিযানে প্রায় ৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। এ সময় ৭ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী জন প্রতি ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একজনের বয়স বিবেচনায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ ধরার কোনো সুযোগ দেওয়া হবে না এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com