দিরাইয়ে বিএনপি’র শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল

আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৮:৪৪:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৮:৪৪:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: দিরাই-শাল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি আবারো প্রমাণ করেছে এই অঞ্চলে নাছির চৌধুরীর বিকল্প নেই - এমন মন্তব্য করেছেন তার কর্মী এবং সমর্থকরা। বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা দলে দলে এসে জড়ো হন দিরাই উপজেলা সদরে। দুপুর ১২টায় দিরাই উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে একটি বিশাল র‌্যালি বের হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির চৌধুরীর সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনায় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো দিরাই শহর। ‘দুর্দিনের নাছির ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘নাছির ভাইয়ের ঘাঁটি - দিরাই-শাল্লার মাটি’ এসব স্লোগানে আলোড়িত হয়ে ওঠে উপজেলার অলিগলি। উল্লেখ্য, নাছির চৌধুরী বর্তমানে অসুস্থতাজনিত কারণে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি আগামী ৮ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাবেন বলে জানান সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক আব্দুর রশিদ চৌধুরী। তিনি র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বলেন, “নেতার সাথে আমার কথা হয়েছে। আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। আগামী শুক্রবার দিরাই-শাল্লার সব মসজিদ-মন্দিরে দোয়া ও প্রার্থনা সভা আয়োজনের আহ্বান জানাচ্ছি।” র‌্যালিটি দিরাই উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ ও বাজার প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনেই শেষ হয়। এতে উপজেলার সব ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন। ৭০ বছরের প্রবীণ রহমত আলী বলেন, “নাছির চৌধুরী যতদিন বেঁচে আছেন, ততদিন দিরাই-শাল্লায় তিনিই বিএনপির একমাত্র প্রার্থী। আজকের এই গরমে শুধু উনার জন্যই মিছিলে এসেছি।” অন্যদিকে পথচারী আনফর মিয়া বলেন, “আজকে দিরাইয়ে যা দেখলাম, জীবনে কখনো এত মানুষ একসাথে দেখি নাই।” ছাত্রনেতা আশরাফ বলেন, “নাছির চৌধুরী তার জীবনের প্রতিটি মুহূর্ত মানুষের কল্যাণে ব্যয় করেছেন। এবার সময় এসেছে আমরা তাকে প্রতিদান দিই। আমরা ধানের শীষ প্রতীকে তাকে নির্বাচিত করে দিরাই-শাল্লার আসন খালেদা জিয়াকে উপহার দিতে চাই।” দিনভর অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বিএনপির এই বিশাল সমাবেশ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com