ব্র্যাকের নিরাপদ সবজি চাষাবাদ প্রকল্পের মাঠ পরিদর্শনে ইউএনও

আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৮:৫৬:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৮:৫৬:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নে চলতি নদীপাড় এলাকায় চেংবিল গ্রামে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (প্রগতি) কর্মসূচির আওতায় নিরাপদ সবজি চাষাবাদ প্রকল্পের মাঠ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ। গত বুধবার দুপুরে সবজি চাষাবাদ প্রকল্পের এই মাঠ পরিদর্শন করেন তিনি। এ সময় বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ নিরাপদ সবজি চাষে নিয়োজিত কৃষকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি নিরাপদ সবজি চাষে কৃষকেরা উদ্বুদ্ধ হওয়ায় তাদেরকে উৎসাহিত করেন এবং আরো বেশি নিরাপদ সবজি চাষে মনোনিবেশ করতে পরামর্শ দেন। তিনি বলেন, নিরাপদ সবজি চাষে দেশের ক্রমবর্ধমান পুষ্টির চাহিদা পূরণ করতে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। এই জন্য তিনি ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ব্র্যাকের এ ধরণের কার্যক্রম সম্প্রসারণে উপজেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান বলেন, নিরাপদ সবজি চাষে আগ্রহী কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ প্রদানে সকল প্রকার সহযোগিতা করা হবে। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ সুবিধাভোগী ৬ জন কৃষককে প্রতি জনে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (প্রগতি) কর্মসূচির সুনামগঞ্জ-১ এর পক্ষ থেকে ২য় ধাপে ১২ হাজার ৬০০ টাকা করে অনুদানের চেক প্রদান করেন। নিরাপদ সবজি চাষাবাদ প্রকল্পের মাঠ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সিলেট রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের ডিভিশনাল ম্যানেজার রিপন চন্দ্র মন্ডল, মাইক্রোফাইন্যান্স (প্রগতি) সুনামগঞ্জ-১ এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল হাকিম, মাইক্রোফাইন্যান্স (প্রগতি), সুনামগঞ্জ-২ এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, মাইক্রোফাইন্যান্স (দাবি), সুনামগঞ্জ-১ এর শাহরিয়ার কবির আলিফ, ব্র্যাক জেলা সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম সহ চেংবিল ও জিনারপুর গ্রামের কৃষকবৃন্দ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com