জমিয়তে উলামায়ে ইসলামের বর্ধিত সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৯:০৮:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৯:০৮:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কালীবাড়ি এলাকায় সুনামগঞ্জ প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খাঁন। তিনি বলেন, এ দেশে থেকে ফ্যাসিস্ট সরকারের প্রধান হাসিনাকে সহযোগিতা করা হচ্ছে। অর্থের একটি বৃহৎ অংশ হাসিনার হাতে তোলে দেওয়া হয়েছে। যাতে নির্বাচনে ষড়যন্ত্র চালিয়ে যেতে পারে। তিনি বলেন, বর্তমানে এ দেশে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র চলছে। আগামী নির্বাচন পর্যন্ত এই ষড়যন্ত্র থামবে না। তারা চায় নির্বাচন বানচাল করতে। কিন্তু আমাদের ঈমানী দায়িত্ব হলো এসব চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এই জন্য আমাদের সোচ্চার এবং সচেতন থাকতে হবে। তিনি হামলায় আহত ভিপি নুরকে উদ্দেশ্য করে বলেন, বিগত ১৭ বছর যিনি জনমানুষের কল্যাণে রাজনীতি করে আসছেন, সেই আমাদের সহযোদ্ধা প্রিয় ভাইকে ফ্যাসিস্টরা রক্তাক্ত করেছে। এটা কত নিষ্ঠুর কাজ। তিনি বলেন, আমাদের যারা তারা অবশ্যই দলের জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে। আমাদের মনোনীত প্রার্থীর জন্য কাজ করতে হবে। গ্রামে-গঞ্জে, শহর-বন্দরে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের প্রচার স¤পাদক ও সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জমিয়ত সভাপতি মাওলানা আব্দুশ শহীদ জামলাবাদী। জেলা জমিয়তের সাধারণ স¤পাদক হাফিজ রশীদ আহমদ ও জেলা জমিয়তের নবনির্বাচিত সাংগঠনিক স¤পাদক এম. আব্দুল হাফিজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা জমিয়ত সভাপতি আব্দুল গফফার, সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আলমগীর, জগন্নাথপুর উপজেলা জমিয়ত সভাপতি সৈয়দ ওযায়ইরুল হক, শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত সভাপতি হোসাইন আহমদ, জগন্নাথপুর উপজেলা জমিয়ত সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহীনুর রহমান, ধর্মপাশা উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ ফজলুর রহমান, জেলা যুব জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা রায়হান বিন আরিফ প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি মাওলানা আব্দুশ শহীদ জামলাবাদী ও সাধারণ সম্পাদক হাফিজ রশীদ আহমদ এবং এম. আব্দুল হাফিজকে সাংগঠনিক করে ৫১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com