জগন্নাথপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৯:২২:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৯:২২:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চিলাউড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের মাঠে প্রীতি ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে চিলাউড়া স্পোর্টিং ক্লাব বনাম সানজানা স্পোর্টিং ক্লাব। ১ গোলের ব্যবধানে চিলাউড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। এর আগে ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া স¤পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহ আলম। এসময় বক্তরা বলেন, বিএনপির সময়ে এদেশে ফুটলের গণজোয়ার ছিল। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার তার অগ্রযাত্রা ব্যাহত করেছিল।বিএনপি ক্ষমতায় আসলে খেলাধুলায় পৃষ্ঠপোষকতার মাধ্যমে তরুণদের মেধার বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। যুবসমাজের মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার অপরিহার্যতা প্রকাশ করে বিএনপি ক্ষমতায় এলে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে একটি স্টেডিয়াম নির্মাণের অঙ্গীকার করেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ডা. একেএম রিয়াজ আহমেদ, সদস্য মো. ইব্রাহিম খলিল, রাজশাহী বাগমারা বিএনপির সদস্য সচিব কামাল হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা তৌহিদুল ইসলাম টিটু, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com