জমিয়ত নেতা মুশতাক আহমদের সন্ধান দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৯:২৫:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৯:২৮:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর সন্ধানের দাবিতে সুনামগঞ্জ শহরে মানববন্ধন ও শান্তিগঞ্জে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে সংগঠনের সিনিয়র সহ সভাপতি হাফিজ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তোফায়েল আহমদ খান, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, ইমাম মুয়াজ্জিন পরিষদ সুনামগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী। এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলার সভাপতি মাওলানা আব্দুশ শহীদ, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মিজান আহমদ, শাল্লা উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, পৌর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা তায়েফ আহমাদ, সদর উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা নুর হোসেন আজিজ, জেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ হেলাল আহমদ, জেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি মাওলানা রিয়াজ উদ্দিন, হাসাউড়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা ওমর ফারুক প্রমুখ। অপরদিকে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক সভাপতি ও বড়মোহা মাদ্রাসার মুহতামিম নিখোঁজ মাওলানা মোশতাক আহমদ গাজীনগরীর সন্ধান দাবিতে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের আয়োজনে শান্তিগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়। এতে সুনামগঞ্জ জেলা জমিয়তসহ বিভিন্ন ইসলামি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই-এর সঞ্চালনায় ও শাখার সভাপতি মাওলানা ইলিয়াছ আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, সুনামগঞ্জ জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনোয়ার ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সহ-সভাপতি মাওলানা মহসিন আহমদ, মাওলানা মুফতি মুফিজুর রহমান, মাওলানা মুফতি মোনাজির আহমদ, ক্বারী সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা আতিকুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ, সহ-সম্পাদক মাওলানা গুলজার আহমদ, মাওলনা জাহাঙ্গীর খাঁন, শান্তিগঞ্জ উপজেলা ইসলামী আন্দলনের সাবেক সভাপতি ক্বারী মুহিবুল হক আজাদ প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত মঙ্গলবার আনুমানিক রাত ১১টায় মাওলানা মোশতাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জের দিরাই রাস্তায় মদনপুরে অবস্থানকালে কে বা কারা তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে উনার ফোনটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
খবর পেয়ে সাথে সাথে সুনামগঞ্জের পুলিশ সুপারসহ স্থানীয় থানায় একটি জিডি করা হলেও গত ৪০ ঘণ্টায় নিখোঁজ সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি ও বড়মোহা মাদ্রাসার মুহতামিম মাওলানা মোশতাক আহমদকে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উদ্ধার করতে পারেনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ মোশতাক আহমদকে জীবিত অবস্থায় উদ্ধার করতে না পারলে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী তার নিজ বাড়ি থেকে শান্তিগঞ্জ যান। পরে ওই দিন রাতেও বাড়ি ফেরেননি। পরদিন তার সহধর্মিনী রুবি বেগম শান্তিগঞ্জ থানায় একটি জিডি করেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com