জেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়ক

এম আতাউর রহমানের দুই সন্তানের কৃতিত্ব

আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৯:৪৯:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৯:৪৯:০৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়ক এম. আতাউর রহমানের সন্তান ফাহমিদা রহমান রিমি ও আরিফ মাহমুদ সামী ইংল্যান্ডের প্রথম সারির সরকারি ইউনিভার্সিটি ‘ওয়েস্ট ইংল্যান্ড ইউনিভার্সিটি’তে সেপ্টেম্বর সেশন-২০২৫ এ কৃতিত্বের সাথে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। রিমিরা চার ভাই-বোনের মধ্যে রিমি সবার বড় ও সামী মেঝো। রিমি এলএলবি ও সামী কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আগামী ১১ সেপ্টেম্বর ইংল্যান্ডের উদ্দেশ্যে তারা দেশ ছাড়বেন। রিমি ও সামীর বাবা বিশিষ্ট ব্যবসায়ী, সুনামগঞ্জ জেলা এনসিপির ১ম যুগ্ম সমন্বয়ক ও সুনামগঞ্জ-০৫ আসনে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী দোয়ারাবাজার লক্ষ্মীপুর ইউনিয়নের এরুয়াখাই নিবাসী এম আতাউর রহমান স্বপন (এম.এ) ও মা শামছুন নাহার শিল্পী (এম.কম) একজন গৃহিণী। এম আতাউর রহমান স্বপন তার দুই সন্তান যেন তাদের কোর্স শেষ করে দেশে ফিরে আসতে পারে সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com