
স্টাফ রিপোর্টার ::
যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সুনামগঞ্জ জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় যক্ষ্মা রোগ প্রতিরোধ সমিতি (নাটাব) সুনামগঞ্জ জেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা নাটাব সভাপতি শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু। নাটাব’র সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্র্য্য’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বক্ষব্যাধি ক্লিনিক সুনামগঞ্জের কনসালট্যান্ট ডা. অতনু ভট্টাচার্য্য ও সুনামগঞ্জ সদর হাসাপাতালের মেডিকেল অর্ফিসার রাজেশ সিংহ মিথুন। আরো বক্তব্য রাখেন হিড বাংলাদেশের সুনামগঞ্জ অঞ্চলের সুপারভাইজার হাছানুজ্জামান শাহ।
হিড বাংলাদেশের হাছানুজ্জামান শাহ জানান, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সুনামগঞ্জ জেলায় মোট যক্ষ্মা রোগী ২৯৮৪ জন, এমডিআর ২৪ জন, মোট শিশু রোগী ২১০ জন।