মুশতাক আহমদ হত্যা মামলা

৩ দিনের রিমান্ডে জমিয়ত নেতা আব্দুল হাফিজ

আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৮:০০:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৮:০০:৩৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বহুল আলোচিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী হত্যা মামলার প্রধান আসামি জমিয়তের অপরাংশের নেতা আব্দুল হাফিজকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বুধবার দুপুরে শুনানি শেষে সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দিরাই থানা পুলিশ আসামিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছিল। গ্রেফতার হওয়া আব্দুল হাফিজ শান্তিগঞ্জ উপজেলার দরগাপুর গ্রামের বাসিন্দা। তিনি জমিয়ত নেতা সৈয়দ তালহা আলমের অনুসারী এবং জমিয়তের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ স¤পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত সোমবার ভোরে অভিযান চালিয়ে সিলেট নগরীর টিলাগড় এলাকা থেকে আব্দুল হাফিজকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পর দিরাই উপজেলার শরীফপুর গ্রাম সংলগ্ন মরা সুরমা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার অভিযোগে জমিয়ত নেতা আব্দুল হাফিজকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে ৭ সেপ্টেম্বর দিরাই থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রুবি বেগম।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com