
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদ হলরুমে বুধবার সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয়করণ করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। হাওরাঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ সহনশীলতা ও প্রস্তুতি কর্মসূচি (হারপি) প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা ঢাকা আহছানিয়া মিশন সভাটির আয়োজন করে।
সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা এই সভায় সভাপতিত্ব করেন। প্রকল্পের যাবতীয় কার্যক্রম তুলে ধরে ও দুর্যোগ মোকাবিলায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয়করণ করার দাবি জানিয়ে বক্তব্য দেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী ছানোয়ার হোসেন খান পাঠান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন, ইউপি সদস্য হামিদুল ইসলাম রতন প্রমুখ। সভায় সেলবরষ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও এখানকার নয়টি ওয়ার্ডের প্রতিটি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এসওডি অনুযায়ী পুনর্গঠন করা হয়।