
দিরাই প্রতিনিধি ::
আগামী শনিবার অনুষ্ঠিত হবে দিরাই বাজার মহাজন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। ইতিমধ্যে দিরাই শহরের অলি গলি প্রার্থীদের ব্যানার পোস্টার ও বিলবোর্ডে সয়লাব। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে তাদের সমর্থকদের সাথে নিয়ে দোকানে এবং বাসা বাড়িতে ভিড় করছেন। শহরের সর্বত্র এখন চলছে নির্বাচনী আমেজ। মহাজন সমিতির নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ ওই ৫টি পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি পদে ৩ জন করে প্রার্থী রয়েছেন। আগামী শনিবার দিরাই মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। দিরাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনজু মিয়া বলেন, আমি এর আগে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দেখেছি। এবারের মতো এতো প্রচার-প্রচারণা দেখিনি। যারা সবসময় ব্যবসায়ীদের স্বার্থে কাজ করেছেন, সকল ব্যবসায়ীদের সাথে সুস¤পর্ক রেখেছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেব। রিকশা চালক জামাল মিয়া বলেন, দিরাই বাজারের হকল গল্লি ব্যানার পোস্টারে ভরি গেছে। প্রার্থীরা দল বানদিয়া নিজের পছন্দের লোক লইয়া বাজারের দোকান দাররার কাছে ভোট চাইতা চইন। আমার কোনো ভোট নাই, এরপরেও আমরার কাছেও তারা দোয়া চাইছইন। অনে বাজারের হকল খানো খালি ভোটের মাত। আমরা চাই ভালা মানুষ পাশ করুক, যে ঘুষ খায়না, বাজারের উন্নতি করবো। একাধিক প্রার্থীর সাথে আলাপ করলে তারা সবাই জয়ের ব্যাপারে আশাবাদী। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাজী মুকুল মিয়া বলেন, সভাপতি-সাধারণ স¤পাদকসহ ৫টি পদে ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোট তারা তাদের নেতা নির্বাচন করবেন, শনিবার নির্বাচন হবে। নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইতিমধ্যে নির্বাচন জমে উঠেছে। সবার সহযোগিতায়। আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবো, তিনি ব্যবসায়ী, প্রশাসন সহ সবার সহযোগিতা কামনা করেন।
আগামী শনিবার অনুষ্ঠিত হবে দিরাই বাজার মহাজন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। ইতিমধ্যে দিরাই শহরের অলি গলি প্রার্থীদের ব্যানার পোস্টার ও বিলবোর্ডে সয়লাব। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে তাদের সমর্থকদের সাথে নিয়ে দোকানে এবং বাসা বাড়িতে ভিড় করছেন। শহরের সর্বত্র এখন চলছে নির্বাচনী আমেজ। মহাজন সমিতির নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ ওই ৫টি পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি পদে ৩ জন করে প্রার্থী রয়েছেন। আগামী শনিবার দিরাই মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। দিরাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনজু মিয়া বলেন, আমি এর আগে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দেখেছি। এবারের মতো এতো প্রচার-প্রচারণা দেখিনি। যারা সবসময় ব্যবসায়ীদের স্বার্থে কাজ করেছেন, সকল ব্যবসায়ীদের সাথে সুস¤পর্ক রেখেছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেব। রিকশা চালক জামাল মিয়া বলেন, দিরাই বাজারের হকল গল্লি ব্যানার পোস্টারে ভরি গেছে। প্রার্থীরা দল বানদিয়া নিজের পছন্দের লোক লইয়া বাজারের দোকান দাররার কাছে ভোট চাইতা চইন। আমার কোনো ভোট নাই, এরপরেও আমরার কাছেও তারা দোয়া চাইছইন। অনে বাজারের হকল খানো খালি ভোটের মাত। আমরা চাই ভালা মানুষ পাশ করুক, যে ঘুষ খায়না, বাজারের উন্নতি করবো। একাধিক প্রার্থীর সাথে আলাপ করলে তারা সবাই জয়ের ব্যাপারে আশাবাদী। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাজী মুকুল মিয়া বলেন, সভাপতি-সাধারণ স¤পাদকসহ ৫টি পদে ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোট তারা তাদের নেতা নির্বাচন করবেন, শনিবার নির্বাচন হবে। নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইতিমধ্যে নির্বাচন জমে উঠেছে। সবার সহযোগিতায়। আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবো, তিনি ব্যবসায়ী, প্রশাসন সহ সবার সহযোগিতা কামনা করেন।