
দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার বলেছেন, হাওরের অঁজো পাড়াগায়ে এমন মনোরম পরিবেশ এবং রাজনীতি ও মোবাইল মুক্ত কলেজ ক্যা¤পাস আমাকে অভিভূত করেছে। আমি কলেজের সার্বিক কল্যাণ কামনা করি। নামে যেমন মডেল কলেজ তেমনি পরিবেশ, পরিচ্ছন্ন ও বিভিন্ন পরীক্ষায় উপজেলা ও জেলার সেরা ফলাফল সত্যই মডেল কলেজের পরিচয় বহন করে। তাদের এ সৃজনশীল কর্ম সত্যিই প্রশংসার দাবিদার। আমি শহরের অনেক স্কুল কলেজে গিয়েছি এমন শান্ত সুন্দর পরিবেশ এবং পরিপাটি ক্যাম্পাস দেখিনি। এ কলেজ তার অতীত ঐতিহ্য ধরে রেখে সুনামগঞ্জ-সিলেট কেন, দেশ সেরা প্রতিষ্ঠানের মর্যাদা পাবে এ আমার বিশ্বাস।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বোয়ালিয়া বাজারে অবস্থিত বিবিয়ানা মডেল অনার্স কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজ অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস তালুকদারের সভাপতিত্বে ও সিনিয়র প্রভাষক অমর চাঁদ সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলেজ হোম প্রি ক্যাডেট একাডেমীর প্রিন্সিপাল দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, কলেজের সহকারী অধ্যাপক ফয়জুন্নাহার, রুনেল আহমেদ, সিনিয়র প্রভাষক আশিষ কুমার দাস, মেরাজুল ইসলাম, কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুল মান্নান, কামরুল আলী, সামছুল ইসলাম বাবুল, নজরুল ইসলাম, শাহনুর আলম, জ্যোতি দাস প্রমুখ। বক্তব্য রাখেন নবীন ও প্রবীন শিক্ষার্থী।