সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৯:১০:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৯:১০:০৪ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ :: ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিয়নের রাজাপুর বাজার মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব কবির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোতালিব খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক এসএম রহমত, তৃতীয় যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি, চতুর্থ যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী এবং আহ্বায়ক কমিটির সদস্য আফসার আলম, মজিবুর রহমান, নেহাল উদ্দিন ও আব্দুল মতিন মির্জা। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, সাইফুল ইসলাম কাঞ্চনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কর্মীরা ভোটের মাধ্যমে সালাউদ্দিন মাহতাবকে সভাপতি, কবির হোসেনকে সাধারণ সম্পাদক ও সাদেক মিয়াকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com