
স্টাফ রিপোর্টার ::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খানের সমর্থনে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও জগদীশপুর গ্রামের বাসিন্দা মরহুম আকিবুল মিয়া তালুকদারের বাড়িতে ৩নং ওয়ার্ডের জনগণের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কলকলিয়া ইউনিয়ন জামাতের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মো. মুশতাক আহমদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান, সাধারণ স¤পাদক মাওলানা আফজাল হোসাইন, কলকলি ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মাওলানা শিব্বির আহমদ, ৩নং ওয়ার্ডের সাবেক সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালি উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন, কলকলি ইউনিয়ন সেক্রেটারি সামিউজ্জামান, মুহিদুর রহমান তালুকদারসহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন যুক্তরাজ্য প্রবাসী নুরুল আমিন।