
স্টাফ রিপোর্টার ::
বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের চলাফেরা, শিক্ষাগ্রহণ ও দৈনন্দিন জীবনে স্বাচ্ছন্দ্য আনতে তাহিরপুরে সহায়ক ডিভাইস বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। স্টোর ফর ডিভাইসিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সহযোগিতায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তাহিরপুর সদর এপি কার্যালয়ে সহায়ক ডিভাইস বিতরণ করা হয়।
এসময় প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার, স্ট্যান্ডিং ফ্রেম, ওয়াকার এবং গেইটারসহ মোট ৩৩টি সহায়ক ডিভাইস বিতরণ করা হয়। ওয়ার্ল্ড ভিশন সিলেট এসিও’র অধীনে মোট ৬৫ জন শিশু এই সহায়তা পেয়েছে, যার মধ্যে শুধুমাত্র তাহিরপুর এরিয়া প্রোগ্রামের ১৪ জন শিশুকে এসব ডিভাইস প্রদান করা হয়।
বিতরণ করা ডিভাইসগুলোর মধ্যে ছিল- ৮টি অ্যাংকল ফুট অর্থোসিস, ৪টি হুইল চেয়ার, ৪টি টয়লেট চেয়ার, ৪টি বিশেষ চেয়ার (ক্যাস্টার চাকা যুক্ত), ১টি ওয়েজ, ২টি বিশেষ চেয়ার (বড় চাকা যুক্ত), ৪টি স্ট্যান্ডিং ফ্রেম, ২টি গেইটার ও ৪টি ওয়াকার।
ডিভাইস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিডি-এর কৃত্রিম হাত-পা বিশেষজ্ঞ ও সমন্বয়কারী শেখ মোহাম্মদ আব্দুল লতিফ, সহায়ক প্রযুক্তি ব্যবস্থাপক মো. ফরিদুল ইসলাম, টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট মো. অহিদুজ্জামান। এছাড়া, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি’র প্রোগ্রাম অফিসার মহসিন খাঁন, জুনিয়র প্রোগ্রাম অফিসার ক্রিস্টিনা কান্তা রিচিল, ক্লিয়পা কথা বাগচী ও ইয়াং প্রফেশনাল সুমাইয়া হাবীবসহ প্রতিবন্ধী শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
নতুন ডিভাইস হাতে পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং তাদের পরিবার ওয়ার্ল্ড ভিশন ও সিডিডি-এর প্রতি কৃতজ্ঞতা জানায়।