দিরাই উপজেলার ৯ ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন

আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৮:৫৪:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৮:৫৪:৫৪ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে দিরাই উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপি’র কমিটি গঠন সম্পন্ন হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, রফিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন জাহেদ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ভাটিপাড়ায় সভাপতি নিয়াজ মাহমুদ রিপন, সাধারণ সম্পাদক শাহদ্বীপ তালুকদার, চরনারচরে সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আতাউর রহমান; রাজানগরে সভাপতি আলী আহমেদ খান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল; সরমঙ্গলে সভাপতি তেরাব আলী, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন; করিমপুরে সভাপতি মাস্টার আব্দুর রহীম, সাধারণ সম্পাদক ফরিদ সর্দার, জগদলে নুরুল হক, সাধারণ সম্পাদক শামীম আহমেদ রানা; তাড়লে সভাপতি আলী আহমেদ, সাধারণ সম্পাদক দীন ইসলাম এবং কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি পদে আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে শিহাব উদ্দিন নির্বাচিত হয়েছেন। এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী বলেন, ১১ সেপ্টম্বর কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সম্মেলন দিয়ে শুরু হয়ে শুক্রবার রাজানগর ইউনিয়ন বিএনপির সম্মেলনের মধ্য দিয়ে ৯টি ইউনিয়নে বিএনপি’র সম্মেলন অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ও তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে। নেতৃবৃন্দ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেছেন। দীর্ঘ সতেরো বছর পর নেতৃবৃন্দ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করায় জেলা ও উপজেলা বিএনপির পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com