দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপি’র মতবিনিময় সভা

পূজামন্ডপে বিএনপি নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন

আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৭:৪০:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৭:৪০:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘœ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্টেশনের দ্যা পিস প্লেইস হোটেলের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। অনুষ্ঠিত সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী কোন প্রার্থী কিংবা নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন নিয়ে পূজামন্ডপ পরিদর্শন করতে নিষেধ করবে জেলা বিএনপি। পূজার্থীদের নির্বিঘ্নে উৎসব উদযাপনের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের চাহিদা অনুযায়ী আমরা সহযোগিতা করে যাবো। স্পর্শকাতর বিষয়গুলো বিএনপির পক্ষ থেকে তীক্ষ্ণভাবে নজরদারিতে রাখা হবে। পূজামন্ডপে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব দেওয়া হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যাতে সবাই শান্তিপূর্ণভাবে এই উৎসব পালন করতে পারে, সে জন্য বিএনপি সবসময় পাশে থাকবে। কলিম উদ্দিন আহমদ মিলন আরো বলেন, জেলায় কমপক্ষে ১৫ জনের সিনিয়র নেতৃবৃন্দের একটি টিম থাকবে। প্রতিমা বিসর্জনের সময় জেলায় সিনিয়র নেতৃবৃন্দের টিম উপস্থিত থাকবে। একইভাবে উপজেলা এবং পৌরসভায় সিনিয়র নেতৃবৃন্দের টিম থাকবে। পূজা উদযাপনের শৃঙ্খলা রক্ষা এবং সহযোগিতার জন্য এই টিম কাজ করবে। মতবিনিময় সভায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক, সদস্য ও পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, অ্যাডভোকেট শেরেনূর আলী, মাসুক আলম, রেজাউল হক, অশোক তালুকদার প্রমুখ। বক্তারা আসন্ন দুর্গাপূজায় পূর্ণ নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থেকে উৎসব পালনের আহ্বান জানান।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com