
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ৪৬ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে জেলা সার্ভেয়ার এসোসিয়েশনর আয়োজনে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সার্ভেয়ারদের নিয়ে মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা সার্ভেয়ার এসোসিয়েশন সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক স¤পাদক সাইফুল রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ট রুহুল আমিন, মো. জমিরুল হক, মিরুল ইসলাম বাবুল, হাতিম আলী, সাংগঠনিক স¤পাদক এনামুল হক সারেম, কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হোসাইন।
এসময় বক্তারা বলেন, স¤পত্তি ভাগ-বাটোয়ারা করে দিতে দক্ষ সার্ভেয়ার প্রয়োজন। সার্ভেয়ারদেরকে উন্নতমানের প্রশিক্ষণ ব্যবস্থা করার উদ্যোগ নিতে পারলে সঠিকভাবে স¤পত্তি বণ্টন করা সহজ হবে। এছাড়াও সার্ভেয়ারদের নিয়ে নবগঠিত কার্যকরী কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান বক্তারা।
এসময় সংগঠনের মাসিক চাঁদা, অফিস, বার্ষিক কার্যবিবরণী ও প্রত্যেক উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
অনুষ্ঠান আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম নোমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।