সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে নির্বাচনে জাল ভোট, পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত

আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:১৬:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:১৬:৩৮ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে পুনঃনির্বাচনের মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপি। গত বৃহ¯পতিবার এই ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক স¤পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ওই ইউনিয়নের নয়টি ওয়ার্ড বিএনপির কাউন্সিলরদের ভোটে ওইদিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও সভাপতি পদের ভোট গণনায় ২৮টি জাল ভোট ধরা পড়ায় এই পদের ফলাফল জেলা বিএনপির নির্দেশে স্থগিত করে উপজেলা বিএনপি। ধর্মপাশা উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল হক ও যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি, সহ সভাপতি,সাধারণ স¤পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই পাঁচটি পদের নির্বাচনে উপস্থিত ভোটার ছিলেন ৪৪০জন। সভাপতি পদ ছাড়া অন্য চারটি পদে ভোটার ও ব্যালট পেপার ছিল সমান সমান। কিন্তু সভাপতি পদে ভোট গণনায় ৪৪০টি ব্যালটের স্থলে ৪৬৮টি ব্যালট পাওয়া যায়। অতিরিক্ত এই ২৮টি ব্যালট দিয়ে জাল ভোট দেওয়া হয়েছে। এ অবস্থায় আমরা এই পদের ফলাফল ঘোষণা না করে জেলা বিএনপির নেতাদের সঙ্গে সঙ্গে ঘটনাটি তাৎক্ষণিকভাবে অবগত করি। এ অবস্থায় জেলা বিএনপির নেতারা সভাপতি পদে পুনঃনির্বাচনের মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্তের বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি পদের নির্বাচনে ২৮টি জাল ভোট ধরা পড়ায় এই পদের পুনঃনির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের জানিয়েছি। এই নির্বাচনে আগে যারা প্রার্থী ছিলেন তারাই প্রার্থী হতে পারবেন। নির্বাচনে নির্বাচন কমিশনারসহ যারা দায়িত্বপালন করেছিলেন সভাপতি পদের নির্বাচনে তাঁরাই দায়িত্ব পালন করবেন। তবে নির্বাচনের দিন জেলা বিএনপি থেকে আমরা একজন প্রতিনিধি পাঠাবো। নির্বাচনের অনুষ্ঠানের দিনক্ষণ নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের সঙ্গে কথা বলে তা ঠিক করা হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com