
ছাতক প্রতিনিধি ::
ছাতক থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে পুলিশ দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- দোয়ারাবাজারের দোহালিয়া ইউনিয়নের দুই ভাই জায়েদ আহমেদ (২১) ও তায়েদ আহমেদ (২০), নোয়ারাই ইউনিয়নের আনোয়ারা বেগম ও আমির আলী, ছাতক সদর ইউনিয়নের মোয়েদ আহমদসহ আরও দুজন।
ওসি মো. শফিকুল ইসলাম খান জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।