আমাদের পরিচয় ধর্ম নয়, মানবিকতা

সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াতের সম্প্রীতি সমাবেশ

আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৮:১২:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৮:১২:৫৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ‘সম্প্রীতি আর শান্তির পথে আমাদের অগ্রযাত্রা, মানবতার বন্ধনে ঐক্যবদ্ধ হোক বাংলাদেশ’ - এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুনামগঞ্জ পৌর জামায়াতের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মোহাম্মদ মামুন। স্বাগত বক্তব্য রাখেন পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক। সম্প্রীতি সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মো. শামস উদ্দিন, রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর পরিমল কান্তি দে, ডা. ননী ভূষণ তালুকদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ স¤পাদক বিমল বণিক, গৌরী ভট্টাচার্য, আইনজীবী স্বপন কুমার দাস রায়, নারায়ণ চক্রবর্তী, সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ আলী, অ্যাডভোকেট পরিতোষ চন্দ্র রায় প্রমুখ। বক্তারা বলেন, মানুষ হিসেবে আমরা সবাই এক। আমাদের পরিচয় ধর্ম নয়, বরং মানবিকতা। এই মানবিকতার বন্ধনেই আমরা সবাই ঐক্যবদ্ধ। এই সমাবেশ প্রমাণ করে যে, সকল ধর্মের মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একসঙ্গে কাজ করতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের মূল ভিত্তি। এই ভিত্তিকে আরও মজবুত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আমরা বিশ্বাস করি, সম্প্রীতি ও শান্তির মাধ্যমেই আমরা একটি সুন্দর ও উন্নত দেশ গড়তে পারব।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com