
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাড. আব্দুল হক গণসংযোগ অব্যাহত রেখেছেন। সোমবার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তৃণমূলে পৌঁছে দিতে তিনি বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করেন। এসময় বিভিন্ন এলাকার স্থানীয় মানুষজন অ্যাড. আব্দুল হককে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন এবং অভিনন্দন।
গণসংযোগকালে অ্যাড. আব্দুল হক বলেন, পিআর সিস্টেমের মাধ্যমে একটি দল পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। তিনি বলেন, ৯০ দশকের সেই পলাশ বাজার থেকে কারেন্টের বাজার হয়ে বসন্তপুর, বিন্নাকুলী ভায়া লাউড়েরগড় বাজার পর্যন্ত সেই সড়ক এখনও হয়নি। এই হচ্ছে আওয়ামী লীগের উন্নয়ন। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, বিএনপি ক্ষমতায় এলে আপনাদের সন্তান হিসেবে কথা দিয়ে গেলাম, এই এলাকার ব্যবসা-বাণিজ্যের উন্নতির লক্ষ্যে আপনাদের সাথে নিয়ে কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা যুবদল সদস্য সচিব মামুনুর রশিদ কয়েছ, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমদ, উপজেলা বিএনপির সদস্য আব্দুল বাছিত, আসাদুজ্জামান, কবির হোসেন, বুরহান উদ্দিন, আব্দুল আউয়াল, ওসমান গণি, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হেকিম, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক স¤পাদক নজরুল ইসলাম, সলুকাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান, পলাশ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন, ধনপুর ইউনিয়ন বিএনপির সদস্য নজরুল ইসলাম, হরমুজ আলী, সলুকাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য শাম্মী, রমজান আলী, পলাশ ইউনিয়ন বিএনপি নেতা বুরহান উদ্দিন, আবুল বাশার প্রমুখ।