
স্টাফ রিপোর্টার ::
দিরাইয়ে রাজানগর ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দিরাই সদরে রাজানগর ইউপির জনগণ ও বৈষম্যবিরোধী ছাত্রসমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজানগর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল বিভিন্ন ভাতার জন্য ব্যাংক একাউন্ট খুলে দেয়ার নামে টাকা নিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও চেয়ারম্যান নানা অপকর্মের সাথে জড়িত বলে জানানো হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে দিরাই উপজেলা পরিষদ ঘেরাও করে রাখা হয়। পরে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ইউএনও।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি মেম্বার আমিরুল ইসলাম খসরু, ইকবাল হোসেন, শিক্ষার্থী মিনহাজুল ইসলামসহ অন্যান্যরা।