
স্টাফ রিপোর্টার :: ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অহিংস বৈষম্যহীন শান্তি সমৃদ্ধির স্বদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধর্মীয় নেতাদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। আস্থা প্রকল্পের সহযোগিতায় এবং সুনামগঞ্জ জেলা নাগরিক প্লাটফর্মের উদ্যোগে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক সঞ্চিতা চৌধুরী। এতে বক্তব্য রাখেন গৌরাঙ্গ চক্রবর্তী, মাওলানা কুতুবুর রহমান, ডেনিস চক্রবর্তী, বিপ্টু বড়–য়া, নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা সমন্বয়ক লাভলী সরকার লাবণ্য, ফিল্ড অফিসার মো. রাজীব হাসান, ফিল্ড অফিসার আল ইমরান মুন্না। সংলাপে জেলা নাগরিক প্লাটফর্মের সদস্যবৃন্দ ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সংলাপে বক্তারা বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সবাইকে মিলেমিশে একটি বৈষম্যহীন দেশগড়ার লক্ষ্যে কাজ করতে হবে। একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে প্রেরণা বাড়াতে হবে। দেশের সার্বিক উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।