জেলা সার্ভেয়ার এসোসিয়েশনের মতবিনিময় সভা
- আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৭:৫৮:১৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৭:৫৮:১৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ৪৬ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে জেলা সার্ভেয়ার এসোসিয়েশনর আয়োজনে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সার্ভেয়ারদের নিয়ে মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা সার্ভেয়ার এসোসিয়েশন সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক স¤পাদক সাইফুল রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ট রুহুল আমিন, মো. জমিরুল হক, মিরুল ইসলাম বাবুল, হাতিম আলী, সাংগঠনিক স¤পাদক এনামুল হক সারেম, কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হোসাইন।
এসময় বক্তারা বলেন, স¤পত্তি ভাগ-বাটোয়ারা করে দিতে দক্ষ সার্ভেয়ার প্রয়োজন। সার্ভেয়ারদেরকে উন্নতমানের প্রশিক্ষণ ব্যবস্থা করার উদ্যোগ নিতে পারলে সঠিকভাবে স¤পত্তি বণ্টন করা সহজ হবে। এছাড়াও সার্ভেয়ারদের নিয়ে নবগঠিত কার্যকরী কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান বক্তারা।
এসময় সংগঠনের মাসিক চাঁদা, অফিস, বার্ষিক কার্যবিবরণী ও প্রত্যেক উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
অনুষ্ঠান আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম নোমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ